এবার অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক ছড়ালো এলাকাতে। এমনকি অজানা জন্তুর পায়ের ছাপের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। এলাকাবাসীর দাবি অজানা জন্তুর পায়ের ছাপটি চিতা বাঘের। তাই খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ভেড়ভেড়ি মানাবাড়ি গ্রামের দাসপাড়া এলাকার।