চোপড়া: চোপড়া অঞ্চলের কালাগছ বুথে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক হামিদুর রহমান
চোপড়া অঞ্চলের কালাগছ বুথে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো আজ। বৃহস্পতিবার দুপুরে চোপড়ার কালাগছ বুথে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। যেখানে চাউলিয়াগছের জনপ্রতিনিধির রতন দাস এর মৌলানি বুথ থেকে প্রায় বাষট্টি টি পরিবার অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, আশেপাশের বিভিন্ন বুথ থেকে আগত একাধিক মহিলা সহ পুরুষ তৃণমূল কংগ্রেস সংগঠনের উপস্থিতি ছিল একাধিক হারে, ফিতে কেটে নি