হরিশ্চন্দ্রপুর ১: হরিশ্চন্দ্রপুরে বসতে চলেছে বইমেলার আসর, প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের আয়োজিত হলো সভা
বইমেলাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর এ ব্লক প্রশাসনিক কর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি সভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও ব্লক বিডিও সৌমেন মন্ডল সহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা বিশিষ্টজনেরা। আগামী ২০২৬ এর ৩ জানুয়ারি থেকে ৭ই জনুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। কিভাবে বইমেলার আসরের আয়োজন হবে কিভাবে শান্তিপূর্ণ বইমেলা সম্পন্ন করা যাবে যাবতীয় বিষয়কে মাথায় রেখে এই সভায় আলোচনা করা হয়।