ইসিএলের কাজোড়া এলাকার নবোজামবাদ ৭ নম্বরে পরিত্যক্ত পুরনো ইসিএল বাড়ি ভাঙতে গেলে স্থানীয় বিরোধিতার মুখে সিআইএসএফ ও প্রকল্প কর্তৃপক্ষ ফিরে যেতে বাধ্য হয়। নবোজামবাদ প্রকল্পের ডেপুটি পার্সোনেল ম্যানেজার আশীষ মোহনা জানান, শুধুমাত্র পরিত্যক্ত বাড়ি ভাঙার উদ্দেশ্যেই অভিযান ছিল, কিন্তু বাসিন্দা ও রাজনৈতিক দলের প্রতিবাদে তা স্থগিত হয়। সোমবার দুপুর দেড়টায় স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানা হবে না।