ডোমজুড়: হাওড়া শলপে এক ব্যবসায়ীর বাড়িতে ed অভিযান
Domjur, Howrah | Nov 21, 2025 হাওড়ার বাঁকড়া সলপ মোড়ে কাছে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। আজ সকালে ইডির আধিকারিকরা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পারভেজ আলম নামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। এই মুহূর্তে পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ চলছে। জানা গেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে কয়লা কেলেঙ্কারি দুর্নীতিতে অভিযান চলছে।