ডেবরা: আষাড়ী থেকে লোয়াদা পর্যন্ত একতা যাত্রায় পা মেলালেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি সহ অনান্যরা
বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ি থেকে লোয়াদা পর্যন্ত মেরা ভারত ভারত ওয়েস্ট মেদিনিপুরের পরিচালনায় একতা যাত্রার আয়োজন করা হলো। যেখানে পা মেলান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস,বিজেপির রাজ্য নেতৃত্ব দুলাল মাইতি সহ অন্যান্যরা। আষাড়ি থেকে লোয়াদা পর্যন্ত এই একতা যাত্রা টি সংঘটিত হয়।