কলকাতায় তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা iPac এর অফিসে এবং ipac এর মালিক প্রতীক জেনের বাড়িতে ইডির হানা। এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ যুব তৃণমূলের। আজ বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলো যুব তৃণমূল। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি চন্দ্রানী দাস সহ অন্যান্যরা।