চক্র তীর্থ মহাশ্মশানে গাড ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক.. দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানা অন্তর্গত মথুরাপুর দু'নম্বর ব্লকের চক্র তীর্থ মহাশ্মশানে 5 লক্ষ 30 হাজার টাকা ব্যয়ে গাড ওয়াল নির্মাণ শুভ উদ্বোধন করলেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলক-জলদাতা। উপস্থিত ছিলেন কাশিনগর অঞ্চলের প্রধান বর্ণালী বাগ, মথুরাপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার, ও শ্মশান উন্নয়ন কমিটির সম্পাদক বাবু চক্রবর্তী, শাহানা শেখ, নূর