দুবরাজপুর: অনুব্রত মণ্ডলের জন্মদিনে দলীয় উচ্ছ্বাস, দুবরাজপুর তৃণমূলের কেক-কাটায় জমে উঠল বীরভূম জেলা কার্যালয়
বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের জন্মদিন উপলক্ষে শুক্রবার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন অনুব্রত মণ্ডলকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। অনুষ্ঠানের অংশ হিসেবে কাটা হয় জন্মদিনের কেক। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার একাধিক কাউন্সিলর, তৃণমূল কর্মী ও সমর্থকরা। আনন্দ-উৎসবের আবহে দলের সদস্যরা নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করেন।