বালি-জগাছা: হাওড়া ডোমজুড়ে থানার অন্তর্গত পীরডাঙ্গা এলাকায় তিন মাসে শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার ঠাকুরমা তোলা হলো হাওড়া আদালতে
গতকাল ডোমজুড়ের শলপ পীরডাঙ্গায় তিন মাসের নাতিকে পুকুরে ফেলে খুনের ঘটনায় ধৃত ঠাকুমা সারথি বন্দ্যোপাধ্যায় (৬০)কে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। পুলিশ সূত্রে খবর দফায় দফায় জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে। তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হতে পারে। এই দিন দুটো নাগাদ তোলা হয় হাওড়া আদালতে