বাসন্তী: বাসন্তী নফরগঞ্জ অঞ্চলের বামফ্রন্টের প্রাক্তন প্রধান পার্বতী সরদারের অকাল প্রয়াণ গভীরভাবে শোকস্তব্ধ।
বাসন্তী নফরগঞ্জ অঞ্চলের একদা বাম আন্দোলনের অন্যতম পুরোধা বিশেষ করে আশির দশক নব্বই দশকের বাম গন আন্দোলনের সামনের সারিতে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই পার্বতী সরদার,নফরগঞ্জ,ঝড়খালী,ভরতগড় অঞ্চলের বহু ভূমি হীন মানুষ ভূমি পেয়েছে, বহু গৃহহীন মানুষ গৃহ পেয়েছে তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নফরগঞ্জ অঞ্চলের একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে গেল। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সম্মানীয় বিকাশ সরদার,জেলা সভাপতি উৎপল নস্কর, সুন্দরবন প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর।