বিষ খেয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনাটি মাথাভাঙ্গা এক নং ব্লকের ইচ্ছাগঞ্জ এলাকায়। শনিবার বেলা দুটো নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়। জানা গেছে ওই গৃহবধুর নাম পূর্ণিমা নম দাস। বয়স আনুমানিক 18 বছর। এই ঘটনায় তার স্বামী ছোটু রাম কে আটক করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত দেড় বছর আগে শীতলখুচিয়ে পঞ্চার হাট এলাকার পূর্ণিমা নব দাস কে বিয়ে করেন ছোটুরাম। এবং তার স্বামী শিলিগুড়িতে কাজ করেন।