মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও মল্লারপুর থানার সহযোগিতায় আজ ১০ জন টিবি রোগীর হাতে ৬ মাসের পুষ্টিযুক্ত খাবার তুলে দেয়া হলো। মূলত মল্লারপুর থানা এলাকায় যে সমস্ত টিবি রোগীরা আছে তাদের মধ্যে আজ ১০ জন টিবি রোগীকে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও মল্লারপুর থানার সহযোগিতায় তাদের হাতে প্রায় ছয় মাসের পুষ্টিযুক্ত খাবার তুলে দেওয়া হল বলে জানা যায়।।