শ্রাদ্ধ বাড়ি গিয়ে নিখোঁজ লুপুংডী গ্ৰামের বৃদ্ধ, এলাকায় চাঞ্চল্য। সোমবার বিকাল পাঁচটা নাগাদ পরিবারের সদস্যরা জানান ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তবর্তী ঝাড়খন্ড এলাকার লুপুংডী গ্রামের বাসিন্দা বৃদ্ধ শশধর ওহীর শ্রাদ্ধ বাড়িতে যোগ দিতে পাররা এলাকা যায় সাইকেলে চেপে গত ১৫ ডিসেম্বর। কিন্তু সেখান থেকে বৃদ্ধ আর বাড়ি ফিরেনি। যা নিয়ে পরিবারের মাথায় চিন্তার ভাঁজ শুরু হয়। তাদের আত্মীয় সম্পর্কের বাড়ি ঝাড়খন্ড বেঙ্গল বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চললেও কোন সংবাদ মিলেনি