SIR হিয়ারিং-এর নামে মানুষকে হয়রানির প্রতিবাদে ও মৃত-ভুতুড়ে ভোটারের নাম বাদ দেওয়ার দাবীতে সিপিআই(এম) মহেশতলা বিধানসভা নির্বাচনী কমিটির পক্ষ থেকে ঠাকুরপুকুর-মহেশতলা BDO" র কাছে আজ দাবী ডেপুটেশন পেশ করা হলো। উপস্থিত ছিলেন কমরেড প্রভাত চৌধুরী ও অন্যান্য নেতৃত্ব।