ঘাটাল: অপরিকল্পিত পদ্ধতিতে নিয়ন্ত্রণহীন ভাবে জলাধার গুলি জল ছাড়া হচ্ছে বললেন ঘাটালে বলেন মন্ত্রী
অপরিকল্পিত পদ্ধতিতে নিয়ন্ত্রণহীন ভাবে জলাধার গুলি থেকে লাগাতার জল ছেড়ে বাংলার দুর্দশা বৃদ্ধিকরে বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার ই মূল দায়ী। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানষ রঞ্জন ভূঁইয়া। মানষ বাবু বলেন বিজেপি সরকার বাংলাকে মনে করে ভিনগ্রহের একটি রাজ্য তাই বাংলার প্রতি প্রতিবারই বঞ্চনা।