বারাসত ২: আগামী 3 ডিসেম্বর SIR জনসভা নিয়ে কেমিয়া খামারপাড়া'য় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা তৃণমূলের
এসআইআর নিয়ে মানুষের মধ্য থেকে আতঙ্ক দূর করতে ও জনসংযোগ গড়ে তুলতে এবার জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মোতাবেক বিভিন্ন সাংগঠনিক জেলায় এসআইআর নিয়ে কোঅর্ডিনেটর ঘোষণা করে ভার্চুয়ালি মিটিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই SIR বিষয়ক বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কো অর্ডিনেটর হয়েছেন মন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর নির্দেশে আগামী ৩ ডিসেম্বর বসিরহাট সাংগঠনিক জেলায় একই দিনে ৭টি জনসভা করতে চলেছে জেলা