উলুবেড়িয়া ২: জেটি বিপর্যয়ের পর পুনরায় চালু হল বাউড়িয়া বজবজ জেটি পরিষেবা
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে চালু হল বাউড়িয়া-বজবজ জেটি পরিষেবা। শুক্রবার সকাল ৬টা থেকে চালু হল এই পরিষেবা। দীর্ঘদিন পর ভেসেল পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বাউড়িয়া- বজবজ ভেসেলে যাতয়াতকারী যাত্রীরা। প্রসঙ্গত, গত ১৪ মার্চ হুগলি নদীতে প্রবল বাণের তোড়ে ভেঙে গিয়েছিল বাউড়িয়া থেকে বজবজ যাওয়ার জেটি ঘাট।