মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। শনিবার বেলা প্রায় একটার নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোলের সবুজ পল্লী এলাকায়।জানা গেছে, একটি নির্মীয়মান বাড়ির প্লাস্টারের কাজের জন্য বাঁশ বাঁধার কাজ করছিলেন শুভ বর্মন (৩০) নামে ওই শ্রমিক। কাজ করার সময় অসাবধানতাবশত প্রায় দুই তলা উচ্চতা থেকে নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার ফলে তাঁর নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।সহকর্মীরা তড়িঘড়ি আহত অবস্থায় শুভ বর্মনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে