রতুয়া ১: নদী ভাঙ্গনের সব কিছু গেছে মুলিরামটোলা গ্রামবাসীর, বর্তমান সময়ে গঙ্গা পাড়ে কাজের দাবি
এ বছর বর্ষায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ভয়াবহ ভাঙ্গনের সম্মুখীন হয়েছে মুলিরামটোলা এলাকার বাসিন্দারা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙ্গনের ভয়াবহ অবস্থার ছবি এখনো রয়ে গেছে। সবকিছু হারানো পরিবার গুলি কোনক্রমে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। স্থানীয়দের মতে গঙ্গা নদীর জলস্তর অনেক কমেছে। বর্তমান সময়ই হচ্ছে সঠিকভাবে কাজ করার আসল সময়। কিন্তু এই প্রশাসনের কোন পদক্ষেপ নেই।মানুষকে আগামী বর্ষা থেকে বাঁচানোর।