সাঁকরাইল: দেখা মিলত শুধু আমাজনে,এবার জঙ্গলমহলে! সাঁকরাইলের সিদাকরায় রহস্যময় ‘মাংসাশী’ উদ্ভিদের হদিস , চাঞ্চল্য এলাকায়
ঝাড়গ্রামের সাঁকরাইলের সিদাকরা এলাকায় মিলেছে বিরল মাংসাশী উদ্ভিদের সন্ধান। সোশ্যাল মিডিয়ায় ছবি ও তথ্য ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ছোট লাল-কমলা রঙের এই উদ্ভিদ পোকামাকড় আকর্ষণ করে এবং পাতার শিশিরের মতো আঠালো রসে সেগুলো আটকায়। পরে সেই রস থেকেই উদ্ভিদ প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে।উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, এই গাছের নাম "সূর্যশিশির যা বহু বছর ধরেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের স্যাঁতস্যাঁতে পাথুরে জায়গায় স্বাভাবিকভাবে জন্মায়।