গোপীবল্লভপুর ২: ভোটাধিকার রক্ষা,দলের আগামী পরিকল্পনা ও নির্বাচন কে সামনে রেখে পেটবিন্ধি অঞ্চল তৃণমূলের বৈঠক হল পেটবিন্ধি গ্রামে
নির্বাচন কমিশনের এসআইআর প্রকৃয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং দলের আগামী কর্মপরিকল্পনা স্থির করতে গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি অঞ্চল তৃণমূলের বিশেষ বৈঠক। রবিবার অঞ্চল তৃণমূলের শঙ্কর প্রসাদ দে সহ সভাপতি অমৃত ঘোষের উপস্থিতিতে হয় এই বৈঠক।