ভগবানগোলা ২: রানিতলা থানার অভিযানে বড়সড় সাফল্য — জুয়ার আসর ভেঙে গ্রেফতার ৬ দুপুর ১:৩০ নাগাদ লালবাগ কোর্টে পাঠায় পুলিশ
রানিতলা থানার উদ্যোগে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার রাতে পরিচালিত হয় এক বিশেষ অভিযান। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নির্দেশে বিশাল পুলিশবাহিনী হানা দেয় রানিতলা থানার এশারপাড়া এলাকায়, যেখানে গোপনে চলছিল জুয়ার আসর। হঠাৎ পুলিশের অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযানে মোট ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ₹৭,১৩০ নগদ অর্থ, তাসসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজ