দীর্ঘ প্রতীক্ষার অবসান, চালু হল নতুন কান্দি মহকুমা হাসপাতাল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোমবার সকালে চালু হল কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, মহকুমা শাসকসহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম দফায় চালু করা হয়েছে শিশু বিভাগ। রোগীদের জন্য রাখা হয়েছে মোট ১৪৬টি সজ্জা। নতুন ভবনে রয়েছে পেসেন্ট ওঠার জন্য র্যাম্প, সুসজ্জিত বাগান, রিসেপশনে কিউ ম্যানেজার, ডাবল সোর্স মাইক ও ইন্টার সাউন্ড সিস্টেম। রোগী ও পরিজ