কুমারগঞ্জ: সাজাদপুর এলাকার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় নেমে এলো শোকের ছায়া
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাজাদপুর এলাকায় বছর চব্বিশের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত যুবকের নাম আশীষ সরকার। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে বাড়ির ঘরেই আত্মঘাতী হন আশীষ। রবিবার দুপুর একটা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন ওই যুবক, তা নিয়ে মুখ খুলতে চাননি পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।