গোয়ালপোখর ১: গোয়ালপোখর থানার শ্রীপুর উদয়নগর গ্রাম থেকে গ্রেফতার বাংলাদেশী নাগরিক দিলীপ মন্ডল
গোয়ালপোখর থানার শ্রীপুর উদয়নগর গ্রাম থেকে গ্রেফতার বাংলাদেশী নাগরিক দিলীপ মন্ডল , বাংলাদেশি নাগরিক দিলীপ মন্ডল, যিনি ভারতের জাল নথিতে পরিচিত ‘দিলীপ বিশ্বাস’ নামে, দীর্ঘদিন ধরে গোয়ালপোখরের শ্রীপুরের উদয়নগর এলাকায় বসবাস করছিলেন। রবিবার রাতে তাকে গ্রেফতার করে গোয়ালপোখর থানার পুলিশ। তার কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের কিছু নথিও উদ্ধার হয়েছে