শান্তিপুর: রানাঘাটের MP ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি কত? RTI করে জানতে চাইল শান্তিপুরের বাসিন্দা এক ব্যক্তি,আলোড়ন রাজনৈতিক মহলে
Santipur, Nadia | Dec 31, 2025 রানাঘাটের সাংসদ ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি কত? আরটিআই করে জানতে চাইল শান্তিপুরের এক ব্যক্তি,ঘটনায় আলোড়ন রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শান্তিপুরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক শ্যামল কুমার সাউ নামের এক ব্যক্তি মঙ্গলবার নদীয়া জেলা শাসকের দপ্তরে আরটিআই করে জানতে চেয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমান কত? একদা শান্তিপুর পুরসভা ভোটে সিপিআইএম এর প্রার্থী হয়ে ভোটে লোড়েছিলেন ওই শ্যামল কুমার সাউ।