দুর্ঘটনায় এক পা অক্ষম দীর্ঘদিন ধরে। ষাট উর্ধ্ব পিনাকি মজুমদার চলাচলের ভরসা বলতে সেই স্ক্রাচ স্টিক। তবুও ঠিকমতো চলাচল করতে পারেননা। সঙ্গী হয় তার স্ত্রী। শুক্রবার বিকেল চারটে নাগাদ এই অবস্থাতেই চাঁচল ১ নং ব্লক এসআইআরের শুনানি কেন্দ্রে হাজির চাঁচলের ট্যান্ডেলপাড়ার পিনাকি বাবু। তিনি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের পরিবহন দফতরের কর্মচারী। এদিন এই অবস্থাতে শুনানি কেন্দ্রে এসে রীতিমতো হয়রানির শিকার হন তিনি।