হেমতাবাদ: হেমতাবাদ বিডিও অফিসে মৌমাছির কামড়ে অসুস্থ যুবক
হেমতাবাদ বিডিও অফিসে এসে অগুনতি মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ এক যুবক। ঘটয়ানকে কেন্দ্র করে শনিবার দুপুরে চাঞ্চল্য ছড়াল। বিশেষ চাহিদাসম্পন্ন ওই যুবককে হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে জখম যুবকের নাম মোজামিল ইসলাম। সে হেমতাবাদেরি বাসিন্দা। হেমতাবাদ হাসপাতালে অসুস্থ যুবকে দেখতে যান হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ অন্যরা।