অভিষেক ব্যানার্জীর জনসভা কে সফল করতে গোসানিমারিতে প্রস্তুতি সভা তৃণমূলের, উপস্থিত সাংসদ। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই প্রস্তুতি সভা আয়োজিত হয় গোসানিমারি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও তৃণমূলের ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা। মূলত আগামী ১৩ ই জানুয়ারি ঘুঘুমারি কদমতলা মাঠে জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি। তার জনসভাকে সফল করতেই এই প্রস্তুতি সভা বলে জানা গিয়েছে।