বুধবার সকাল ১১ টার সময় থেকে তেহট্ট ১ সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকরণ করণের উদ্যোগে, তেহট্ট ১ সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকারিকের করণ অফিস প্রাঙ্গণে মহিলা গোষ্ঠীদের মধ্যে ছাগল বিতরণের অনুষ্ঠান শুরু হল। ছাগল বিতরণের অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলন তেহট্ট ১নং পঞ্চায়েত সমিতি সভাপতি ইমরান সেখ ও সহকারী সভাপতি উত্তম বিশ্বাস। ছাগল বিতরণের অনুষ্ঠান সকাল ১১ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৩টের সময় পযর্ন্ত।