নাকা চেকিং চালিয়ে গ্রেপ্তার 4 কুখ্যাত দুষ্কৃতী।উদ্ধার গুলি আগ্নেয়াস্ত্র সহ চুরিতে ব্যবহৃত অস্ত্র।জানা গেছে,মঙ্গলবার রাতে নাকা চেকিং শুরু করে পুলিশ।সেই সময় নাম্বার প্লেট বিহীন একটি পিকআপ ভ্যান দেখতে পায় তারা।ধাওয়া করে মদিনা বিএড কলেজের কাছে তাঁদের আটকায়।গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।পুলিশ দৌড়ে তাঁদের আটক করে।এক রাউন্ড গুলি,একটি আগ্নেয়াস্ত্র,লোহার রড,সাবল ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করে।এরপরেই তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।