গলসি ১: পড়ুয়াদের সুবিধার্থে গলসি ১নং ব্লকের উচ্চগ্রাম হাই স্কুলে চালু হল বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও কম্পিউটার শিক্ষা কক্ষ
পড়ুয়াদের সুবিধার্থে গলসি ১নং ব্লকের উচ্চগ্রাম হাই স্কুলে চালু হল বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও কম্পিউটার শিক্ষা কক্ষ। মঙ্গলবার দুপুর দুটোয় এক অনুষ্ঠানের মধ্যে এই দু’টি পরিষেবার উদ্বোধন করেন সালিমার ফাউন্ডেশন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে। প্রায় এক হাজার ছাত্রছাত্রী এখানে শিক্ষাগ্রহণ করছে। সংখ্যালঘু, এসসি ও এসটি পড়ুয়ার সংখ্যাই এখানে বেশি।