সিউড়ি ১: লালদীঘি পাড়া থেকে চুরি যাওয়া সাইকেল উদ্ধার করে ছাত্রী হাতে ফিরিয়ে দিল সিউড়ি থানা পুলিশ
Suri 1, Birbhum | Nov 24, 2025 কয়েকদিন আগে সিউড়ি থানার অন্তর্গত লালদীঘি পাড়া থেকে এক ছাত্রীর সাইকেল চুরি যায় তার বাড়ির সামনে থেকে। এরপরেই সিউড়ি থানার পুলিশ তদন্ত নেমে সেই চুরি যাওয়া সাইকেলটিকে উদ্ধার করে। সোমবার দিন সেই ছাত্রীর হাতে সাইকেল টিকে তুলে দেয় সিউড়ি থানা পুলিশের পক্ষ থেকে।