রবিবার সকাল থেকে শুরু হয় মালঞ্চপাড়া বিদ্যাসাগর কলেজ মহিলা হোস্টেল ময়দানে পুরুষোত্তম শ্রীশ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ১০৮ তম জন্ম মহোৎসব এবং নবদ্বীপ স্টেশন রোডে মন্দির ও বিগ্রহের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য দেবের আশীর্বাদ উৎসবে মেতে ওঠেন উপস্থিত অসংখ্য ভক্তগণ,শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়,ভক্তদের মাঝে পুরুষোত্তম ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বাণী তুলে ধরেন।