নাদন ঘাট থানার অন্তর্গত কালিতলা মোড় এলাকায় কালিনগর স্টেশন যাওয়ার রাস্তা গতকাল রাতে আট থেকে নয় জনের একটি ডাকাত দল জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে নাদনঘাট থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে আজ কালনা আদালতে পাঠায়। ধৃতরা হলেন বলরাম কর এবং আবু জাফর শেখ এদের বাড়ি শান্তিপুর এবং নবদ্বীপ থানা এলাকায়. বাকিদের খোঁজে চালাচ্ছে পুলিশ।