মেখলিগঞ্জ: এসআইআর নিয়ে আলোচনা করতে কুচলিবাড়িতে এলেন মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান
এসআইআর নিয়ে আলোচনা করতে কুচলিবাড়িতে এলেন মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। বিধায়ককে কেন্দ্র করে মেখলিগঞ্জ শহর থেকে প্রায় ২০০-এর অধিক বাইক র্যালি করতে কুচলিবাড়ির জাবুড়াবাড়ি বাজারে এসে পৌঁছায়। সেখান প্রাথমিক স্কুলের সামনে একটি পথসভা করা হয়। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই শিবিরে প্রাক্তন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূলের সভাপতি বাপ্পা মন্ডল, তৃণমূল নেতা তপন দাম সহ অনান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।