দলে পারফর্মেন্সই শেষ কথা নদীয়া দক্ষিণের সাংগঠনিক পরিবর্তন নিয়ে মত দক্ষিণ INTTUC জেলা সভাপতির, কিছুদিন আগেই নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিভিন্ন পদে পরিবর্তণ এনেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে জেলা নেতৃত্ব আর এই পরিবর্তন পারফরমেন্সের ওপরেই হয়েছে বলে দাবী করলেন নদীয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী আর ২০২৬ এর বিধানসভা নির্বাচনে নদীয়া দক্ষিণের সব আসনে জয়ী হবে তৃণমূল বলেও