রাজ্য সরকারের অনুমোদনের অভাবে পুরুলিয়াতে তিনটি হল্ট স্টেশন এবং বেগুনকোদর স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু করা যাচ্ছে না । আজ পুরুলিয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ ।
পুরুলিয়া ২: রাজ্যের অনুমোদনের অভাবে পুরুলিয়াতে ৩টি হল্ট স্টেশন ও বেগুনকোদর স্টেশনের আধুনিকীকরণ হচ্ছে না, পুরুলিয়াতে বললেন সাংসদ - Purulia 2 News