রঘুনাথপুর ১: রঘুনাথপুর থানার নতুন IC হচ্ছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার আই সি অতনু সাঁতরা
ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাপক রদবদল।ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই রদবদলের তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল রাত্রে। বৃহস্পতিবার সকালে ঐ তালিকায় দেখা যায় পুরুলিয়ার রঘুনাথপুর থানার আই সি অর্ঘ্য মন্ডলকে পদোন্নতি করে পশ্চিমবঙ্গ পুলিশের CID বিভাগের ইন্সপেক্টর অফ পুলিশ পদে বদলি করা হয়েছে।আর তার জায়গায় রঘুনাথপুর থানার নতুন আই সি করা হয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার আই সি অতনু সাঁতরাকে।