শুক্রবার সকালে শহর তৃণমূলের সহ-সভাপতি তথা কাউন্সিলর সুকুমার রাজবংশীর মাতা আগমনী রাজবংশী(৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন,তৃণমূল নেতার মাতৃ বিয়োগের খবর দলীয় স্তরে পৌঁছাতেই শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটে আসেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকেরা,সূত্রের খবর এদিন সকালে প্রাচীনমায়াপুর শ্রীচৈতন্য কলোনীর বাসিন্দা কাউন্সিলরের মাতা আগমনী রাজবংশী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয়,শ্রদ্ধা জানান পৌরপতি।