ডায়মন্ডহারবার ১: বকেয়া টাকার দাবিতে কন্টাকটাররা ডায়মন্ড হারবার 13 নম্বর ওয়ার্ডে PHE দপ্তরে বিক্ষোভ
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার 13 নম্বর ওয়ার্ডে PHE দপ্তরে কন্টাকটারা বকেয়া টাকার পাওনার দাবি তুলে বিক্ষোভ ও ডেপুটেশন দেয় শুক্রবার দিন। দীর্ঘদিন কাজ করে কন্টাকটারা টাকা পাচ্ছে না সেই কারণে এই ডেপুটেশন আগামী পয়লা ডিসেম্বর রাজ্য জুড়ে কন্ট্রাক্টারদের পক্ষ থেকে সল্টলেক সেক্টর ফাইভে মূল phe দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় বলে বিক্ষোভেরা জানান