ঘটা করে রাস্তার শিল্যানাসের প্রায় বছরখানেক পার হলেও এখনো রাস্তার কাজ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে রাহাতপুর এলাকার বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন। প্রশাসনের কাছে দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি প্রায় বছরখানেক আগে রাস্তার কাজ শুরু হবে বোর্ড লাগানো হয়েছে। তারপর কিছু মাটি ফেলা হয়। তারপর থেকে আর কোন কাজ হয়নি। এলাকার মেয়েদের বিবাহ হচ্ছে না এই রাস্তার বেহালদশা থাকার কারণে। রাস্তা চলাচলের অযোগ্য।