নলহাটি ২: ভদ্রপুর অঞ্চল সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে SIR এর ফর্ম পূরণের সহায়তা ক্যাম্প করেন সব রাজনৈতিক দল
ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে সব রাজনৈতিক দলের নেতৃত্বরা SIRএর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।তৃনমুল, বিজেপি , সিপিআইএমের তরফ থেকে করা হয় SIRএর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্র। এলাকার বহু মানুষ ভীড় জমান এই ফর্ম পূরণের জন্য। উপস্থিত ছিলেন সব রাজনৈতিক দলের নেতৃত্বরা।