গড়বেতা ৩: চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা ক্যাম্প
চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করার ক্যাম্পের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে।এইদিন এই ক্যাম্পে ৬০ জন সাধারণ মানুষ বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করান বলে বিদ্যালয় তরফে জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে সমগ্র ক্যাম্প পরিচালনা করেন তন্ময় বোস।