বুধবার শীতলকুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাকালি হাট এলাকায় পথ দুর্ঘটনা নিহত এক বাইক আরোহী ।জানা যায় ঘন কুয়াশার মধ্যে ভাঐরথানা থেকে ডাকালিহাট যাওয়ার পথে ডাকালি হাট সংলগ্ন এলাকায় ঐ বাইক আরোহী বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে গ্রামীণ সড়কের পাশে থাকা একটি গাছে স্বজরে ধাক্কা মারে ফলে বাইক সমেত ছিটকে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে সে লুটিয়ে পড়ে। জানা যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে।