পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা তে একই দিনে পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনায় আহত হলেন এক শিশুসহ দুজন দুর্ঘটনাগুলি ঘটেছে বেলদার দেউলী বেলদা বাস স্ট্যান্ড ও বেলদা বাজার সংলগ্ন এলাকায়। প্রত্যেককেই উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বেলদা super speciality হাসপাতালে।