শুক্রবারে এমন দৃশ্য ধরা পরল তুফানগঞ্জ পৌরসভার সামনে। ব্যবসায়ীদের অভিযোগ দুপাশে সমানতালে রাস্তার কাজ হচ্ছে না। কোন পাশে বেশি নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের ভীষণ সমস্যা হচ্ছে। ৪৫ ফুট রাস্তা চওড়া হলেও আগের রাস্তার মাঝখান থেকে দুই পাশে সাড়ে ২২ ফুট করে চওড়া হওয়ার কথা কিন্তু সেই হারে একপাশে করলেও অপর পাশে করা হচ্ছে না বলে অভিযোগ।