পিকনিক করে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য করনদিঘির ডালিমদহ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান মৃত যুবকের নাম পবন রায়, বয়েস আনুমানিক ২০ বছর, বাড়ি করনদিঘি থানার ঝাড়বাড়ি এলাকায়। পরিবারের দাবী শুক্রবার রাতে পিকনিক করে বাড়ি ফিরেছিল যুবক। এদিন সকালে সে দরজা খুলছিল না দেখে পরিবারের লোকেরা জানলার কাচ ভেঙে দেখে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ।