সোমবার দুপুর বারোটা নাগাদ কোতোয়ালি থানার অন্তর্গত কালিরহাট ১২ নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি ও একটি ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় গাড়িরই ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর নেই। ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।